Sep 8, 2025

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাগলাটে আচরণ: চার দেয়ালে বন্দি ট্রাম্প

আর এন এস২৪.নেট

যুক্তরাষ্ট্রের জনরায় প্রত্যাখ্যানকারী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঐতিহাসিকভাবে দ্বিতীয় বারের মতো অভিশংসনের সম্মুখীন হচ্ছেন।কার্যত প্রেসিডেন্ট ট্রাম্প এখন হোয়াইট হাউসের চার দেয়ালে বন্দি। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প না আসার যে ঘোষণা দিয়েছেন, তাকে ‘ভালো’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জো বাইডেন

বুধবারের সন্ত্রাসী ঘটনার পর থেকে তার সাথে অতি ঘনিষ্ঠরাও সংযোগ কমিয়ে দিয়েছেন।এড়িয়ে চলছেন প্রেসিডেন্টকে। মেয়াদ শেষ হওয়ার মাত্র ১২ দিন বাকি থাকতে এই জোরালো অভিশংসের মুখে পড়ছেন।তবে এবার প্রেক্ষাপট সম্পূন্ন ভিন্ন।টুইটার তার একমাত্র প্রচার ও যোগাযোগের মাধ্যম ফাষ্ট একাউন্ট স্হায়ী ভাবে বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার হায়ার ফায়ার থেকে শুরু করে গুরত্বপূর্ণ সবকিছু টুইটারে সারতেন।তিনি এখন অনেকটা পাগলাটে আচরণ শুরু করেছেন।অনেকে তার মানসিক স্হিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ বাইডেন বলেছেন তার শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকা গুড থিংক।

বাইডেন প্রেসিডেন্টের অভিশংসনের সিদ্ধান্ত আইনপ্রণেতাদের উপর ছেড়ে দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্টের জন্য ফিট নন। ডেমোক্রাট আইনপ্রণেতারা এ সংক্রান্ত একটি বিলের খসড়া নিয়ে কাজ করছেন।আগামী সোমবার কংগ্রেস তা উত্থাপিত হতে পারে।এবার ডেমোক্রেটদের সাথে রয়েছেন প্রেসিডেন্টের নিজ পার্টি রিপাবলিকান আইনপ্রণেতাও। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মর্কোয়াস্কি  ট্রাম্পকে সত্বর পদত্যাগের আহবান জানিয়েছেন।
শুক্রবাব ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে ট্রাম্পের ভক্তদের হাতে লান্ছিত হন প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠ হাই প্রোফাইল সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম।উগ্রবাদী সমর্থকরা ওয়াশিংটনের রিগ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে ঘিরে ধরে নানাভাবে নাজেহাল ও লান্ছিত করে।তারা তাকে ‘লায়ার’ বলে অভিযুক্ত করে এবং নানা শ্লোগান দেয়।বলে এটা ট্রেইলার মাত্র।পর পুলিশ তাকে নিরাপত্তা দেয়।
উল্লেখ, ট্রাম্পের এই মিত্র বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় ট্রাম্পের উপর তার সাপোর্ট প্রতাহার করে নেন। কংগ্রেস ও সিনেটের যৌথ সভায় তার বক্তব্যে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন,এনাফ ইজ এনাফ।।


শুক্রবার মন্ত্রীদের পরিচয় ঘোষণার সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা দুজনেই সব সময় একমত।’

‘তিনি নিজেকে দেখাতে আসবেন না, এটা ভালো বিষয়,’ মন্তব্য করে বাইডেন বলেন, ‘তার কারণে পৃথিবীর কাছে আমরা বিবৃত হয়েছি। ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা তার নেই।’ট্রাম্প তার মেয়াদ শেষের আগেই দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার সম্ভাবনার মধ্যে বৃহস্পতিবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন।এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের’ও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই বারবার সেই কারচুপির অভিযোগ তুলেই যাচ্ছেন।সবকিছু ঠিক থাকলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেয়ার কথা।ট্রাম্প শেষ পর্যন্ত না আসলে শপথ গ্রহণের অনুষ্ঠান বর্জন করা চতুর্থ প্রেসিডেন্ট হবেন তিনি।

RELATED NEWS
ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি হাতছাড়া
'ওয়ার্ল্ড মাস্টারপিস' :চীনা গণমাধ্যম
সন্ত্রাসী রিচার্ড এখন এফবিআই’র হাতে
ক্যাপিটল ভবনে হামলাকারী ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
অস্ত্রধারী ট্রাম্প সমর্থকদের দখলে ক্যাপিটল হিল
‘লুজার অব দি ইয়ার’
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
নারী গোয়েন্দার ফাঁদে মার্কিন রাজনীতিবিদরা
যুক্তরাষ্ট্রের অধিকতর গণতন্ত্র চাই
যে কারনে যুক্তরাষ্ট্রকে দিয়েছে রক্তপাত এবং সম্পদহানি
যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে অঙ্গীকার চাইবে
আমেরিকাকে যে কারনে নেতৃত্ব দিতে হবে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ১২১৬ জন পদে প্রার্থী
ডনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন
১০ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন
বেইজিং নার্ভাস, ট্রাম্পের করোনা
৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত : যুক্তরাষ্ট্র
নাটকীয় পরিবর্তন হোয়াইট হাউজে
মার্কিন নেতৃত্বের শূন্যতা দেখা দিলে কিভাবে পূরন হবে
যুক্তরাষ্ট্র করোনার তৃতীয় ঝড়ের আশঙ্কায়
যুক্তরাষ্ট্রে লেক জ্যাকসনে মগজখেকো জীবাণুর উপস্থিতি নিশ্চিত
ঈশ্বরকে ধন্যবাদ আমি বেচে আছি: অ্যাঞ্জেলিকা গাইতান
ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ: আক্রমণ-পাল্টা আক্রমণ
উদ্বেগজনকভাবে নিউ ইয়র্কে বাড়ছে করোনা সংক্রমণ